sliderস্থানীয়

দাউদকান্দি ইলিয়টগঞ্জে যুবককে হত্যা প্রচেষ্টা, বিচার দাবিতে মানববন্ধন

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ রাবি উচ্চ বিদ্যালয় সংলগ্ন দিনেদুপুরে মহিউদ্দিন (২৪) নামে এক যুবককে হত্যা চেষ্টার প্রতিবাদে গতকাল মানববন্ধন করেছে আতংকিত এলাকাবাসী। মানববন্ধনে কিশোর গ্যাং শিক্ষার্থী সহ সকলের জন্য চরম হুমকি রিফাত খান ও তার সহযোগীদের দ্রুত আটক ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেছেন সকল বয়সের নারীপুরুষ। মোবারকপুরের মৃত শহিদ মিয়ার ছেলে মহিউদ্দিনের মোবাইল ফোনের বিরোধ ছিল চান্দিনার সুহিলপুরের জনৈক ব্যাক্তির। সামাজিক ভাবে মিটমাটের পর মহিউদ্দিন বাড়ি যাওয়ার পথে গত বৃহস্পতিবার বিকেলে দাউদকান্দি টামাটা গ্রামের দুর্ধর্ষ সন্ত্রাসী কিশোর গ্যাং রিফাত খান ও তার সহযোগীরা মহিউদ্দিনকে পানিতে ফেলে এবং উঠিয়ে দু দফায় হামলা করে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার ভাই গিয়াসউদ্দিন বাদী হয়ে থানায় অভিযোগ পেশের পরও সন্ত্রাসীরা আটক না হওয়ায় মানববন্ধন করে এলাকাবাসী।

Related Articles

Leave a Reply

Back to top button