slider

দাউদকান্দির প্রাক্তন বিএনপি নেতা ও চেয়ারম্যান মঈদর ভুঁইয়া’র মৃত্যুবার্ষিকী পালিত

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : শনিবার ১২ নভেম্বর প্রয়াত মফিজউদ্দিন ভুঁইয়া (মঈদর ভুঁইয়া)’র ৩য় মৃত্যুবার্ষিকী পালিত হয়। তাঁর বাসভবনে খতমে কুরআন মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন আগত সর্বস্তরের জনগণ। মঈদর ভুইয়া ছিলেন- কুমিল্লার দাউদকান্দি উপজেলার (বর্তমান তিতাস উপজেলা) মজিদপুর ইউনিয়নের অত্যন্ত জনপ্রিয় চেয়ারম্যান। দাউদকান্দি উপজেলা বিএনপির সহ-সভাপতি, মজিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবং কুমিল্লা রেডক্রস সোসাইটি’র আজীবন সদস্য। কুমিল্লার তিতাস উপজেলার প্রতিষ্ঠাতা, উন্নয়নের পথিকৃৎ, বীর মুক্তিযোদ্ধা, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী ড.খন্দকার মোশাররফ হোসেনের অত্যন্ত আস্থাভাজন ও একনিষ্ঠ কর্মী ছিলেন- চেয়ারম্যান মফিজউদ্দিন ভুঁইয়া (মঈদর ভুঁইয়া)। তিনি বিএনপির প্রতিষ্ঠাকাল থেকে আমৃত্যু নন্দিত নেতা ড.মোশাররফের নেতৃত্বে দলের নানা চড়াই উৎরাই, আন্দোলন সংগ্রামে নিবেদিত বীর সৈনিক, একনিষ্ঠ প্রাণকর্মী হিসাবে অর্পিত দায়িত্ব পালন করেছেন। দলের স্বার্থ জলাঞ্জলি দিয়ে কারও সাথে কখনো আপস করেননি। চেয়ারম্যান মঈদর ভুঁইয়ার চারিত্রিক বৈশিষ্ট্য, রাজনৈতিক দূরদর্শিতা, মানবসেবা ও সততা তাঁকে মানুষের হৃদয়ে স্থান করে দিয়েছে। তিনি ২০০১ সালে পবিত্র হজ্বব্রত পালন করেন। একজন সমাজসেবী, শিক্ষাণুরাাগী এবং ধর্মপ্রাণ ব্যক্তি হিসাবে তিনি এলাকার সকল শ্রেণি-পেশার মানুষের ভালোবাসা ও প্রশংসা অর্জন করেছেন। শিক্ষাণূরাগী মঈদর ভুঁইয়া মজিদপুর হাইস্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও বিদ্যুৎসাহী হিসাবে একাধিক মেয়াদে দায়িত্ব পালন করেন। এই সমাজহিতৈষী ব্যক্তি (মঈদর ভুঁইয়া)’আবদুল করিম বক্স ভুঁইয়া ওয়াকফ্ এস্টেটের’ মোতয়াল্লী হিসেবে আজীবন দায়িত্ব পালন করেছেন। তাঁর দাদা প্রয়াত আবদুল করিম বক্স ভুঁইয়া মানব কল্যাণের মহৎ উদ্দ্যেশ্যে এই ওয়াকফ্ এস্টেটের ৬৩ বিঘা জমি দান করে গেছেন। মফিজউদ্দিন ভুঁইয়া(মঈদর ভুঁইয়া) মজিদপুর (পশ্চিম) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ছিলেন। তিনি সাহাবৃদ্ধি আবদুল কাদির ভুঁইয়া মেমোরিয়াল প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন ও এই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন। ২০১৯ সালে চেয়ারম্যান মঈদর ভুঁইয়া মৃত্যুবরন করেন। তাঁর মৃত্যুতে কুমিল্লার তিতাস উপজেলা তথা বৃহত্তর দাউদকান্দিবাসী জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী একজন খাঁটি দেশপ্রেমিক বিএনপি নেতাকে হারিয়েছে। মজিদপুর ইউনিয়নবাসী হারিয়েছে- তাদের একজন কাছের মানুষ, নিষ্ঠাবান বন্ধু ও নিঃস্বার্থ সমাজকর্মীকে। এই উপলক্ষ্যে শনিবার বাদ মাগরিব তিতাস উপজেলার সাহাবৃদ্ধি গ্রামের “ভুঁইয়া বাড়িতে” মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। রঘুনাথপুর দরবার শরীফের পীর সাহেব মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান দোয়া মাহফিলে মরহুম মঈদর ভুইয়া চেয়ারম্যানের বিদেহী আত্মার শান্তির জন্য ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন । মরহুম মফিজউদ্দিন ভুইয়া(মঈদর ভুঁইয়া)’র বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দলীয় নেতা-কর্মীসহ সকল শ্রেণি-পেশার মানুষের কাছে সবিনয়ে দোয়া চেয়েছেন, মরহুমের ছেলে- তিতাস উপজেলা বিএনপি নেতা ও মজিদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাসেম ভুঁইয়া বাবুল এবং নাতি- আমেরিকা প্রবাসী দাউদকান্দি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও তরুণ সমাজসেবক আরিফ মাহামুদ। অনুষ্ঠানে অংশ গ্রহণকারী সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আবুল কাশেম ভুইয়া বাবুল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button