দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা ॥ দাউদকান্দি উপজেলার ধাড়িবন গ্রামে মজিদ মাস্টার বাড়ি জামে মসজিদের ওয়াকফ্ কৃত এবং অসহায় মানুষের জমির উপর দিয়ে জোর করে রাস্তা তৈরির চেষ্টার কারনে সংঘর্ষের আশংকা দেখা দিয়েছে। বেশকিছু দিন ধরে রাস্তা তৈরির উদ্যোগ ও জমির মালিকদের বাঁধার কারনে রাস্তা তৈরি বন্ধ থাকলেও সংঘর্ষ বেধে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশংকা পরিলক্ষিত হচ্ছে। মসজিদের ২৫৪ নং, এছাড়া ২৫৬,২৬০ ও ২৬১ দাগের উপর দিয়ে জোর পূর্বক রাস্তা তৈরির চেষ্টা করার কারনে লিখন মিয়া, আরিফ হোসেন, অলু মিয়া, রুহুল আমিন, শামীম ও ছিদ্দিক এর বিরুদ্ধে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে তাজুল ইসলাম মাস্টার ও মজু মিয়া থানায় পৃথক অভিযোগ পেশ করেছে। অভিযুক্তদের কাউকে বাড়িতে না পাওয়ায় তাদের মন্তব্য গ্রহণ করা সম্ভব হয়নি, তবে ভুক্তভোগী অসহায় দিনমজুর মজু মিয়া, মোস্তাক, কুদ্দুস,মজনু ও জামাল জানান, শুধু একটি পরিবারের জন্য রাস্তা তৈরির চেষ্টা তাদের বিরাট ক্ষতির সম্মুখীন হতে হবে। জীবন থাকতে তারা ভিটেমাটি ছাড়বে না রাস্তার জন্য। মসজিদের ওয়াকফ্ধসঢ়; কৃত জায়গা দিয়ে রাস্তা তৈরির উদ্যোগের কারনে মুসুল্লিদের মাঝেও ক্ষোভ প্রকাশ পাচ্ছে। প্রতিবেশী ইউপি সদস্য ইদ্রিস মিয়া জানান, জমির মালিকদের সাথে সমন্বয় ছাড়া রাস্তা তৈরির চেষ্টা করা উচিত নয়। এই রাস্তা তৈরি হলে তিনিও ক্ষতিগ্রস্ত হবেন।
স্য সদস্যা বৃন্দ উপস্থিত ছিলেন।