
দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: সোমবার দাউদকান্দি উপজেলার জুরানপুর বঙ্গবন্ধু স্টেডিয়ামে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সুবিদ আলী ভুঁইয়া প্রীতি ফুটবল ম্যাচে উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী সুমন একাদশ বনাম ব্যারিষ্টার সৈয়দ সাইদুল হক সুমন একাডেমি মুখোমুখি হয়। বিকেল সাড়ে চারটায় খেলাটি শুরু করে শেষ পর্যন্ত অমীমাংসিত থাকলেও ব্যারিষ্টার সুমন একাডেমিকে জয়ী ট্রফি বিতরণ করেন প্রধান অতিথি। প্রথমে জাতীয় এবং টিমের পতাকা উত্তোলন করা হয় এসময় জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি সংসদ সদস্য মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সুবিদ আলী ভুঁইয়া। অগণিত দর্শক খেলাটি উপভোগ করতে মাঠ, গ্যালারী, বিভিন্ন ভবনের ছাঁদে ও গাছের ডালে ঝুলছিল। পূর্বনির্ধারিত তারিখের খেলায় অংশ নিতে আমেরিকা থেকে এসে ব্যারিষ্টার সুমন খেলায় অংশ গ্রহণ করে। উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি এবং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিনুল হাসান খেলায় সভাপতিত্ব করেন।