দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ ১৩ জুলাই বুধবার দাউদকান্দি উপজেলার গৌরীপুরে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত স্থানীয় প্রতিনিধিরা এক মানববন্ধন ও প্রতিবাদ সভায় মিলিত হয়েছে। অতিসম্প্রতি সাংবাদিক জাকির হোসেন সহ বেশ কয়েকটি পরিবারের যাতায়াত পথ নিয়ে তাঁর নিকটতম প্রতিবেশীর সাথে বিরোধ হয়। এরই পরিপ্রেক্ষিতে সাংবাদিক জাকির হোসেনকে চাঁদাবাজ আখ্যায়িত করে একটি মানববন্ধনও করায় মত বিরোধের লোকজন। জাকির হোসেনকে চাঁদাবাজ আখ্যা দেওয়ার প্রতিবাদে দাউদকান্দি প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় সাংবাদিকদের মধ্যে এমএইচ মোহন, রাশেদুল ইসলাম লিপু, এমএ করিম সরকার, ওমর ফারুক মিয়াজী, মোঃ জহিরুল ইসলাম জিল্লু, মোহাম্মদ আলী শাহীন, শামীম রায়হান, লিটন সরকার বাদল, মোঃ আসলাম, শরীফ প্রধান, মহসিন হাবিব, শহিদউল্লাহ সাদা, হানিফ খান, মোঃ মুক্তার হোসন, মোঃ আলমগীর হোসেন, বিল্লাল মোল্লা, আবু তাহের নয়ন প্রমুখ বক্তব্য রাখেন। পরে তাঁরা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী পুলিশ সুপার দাউদকান্দি সার্কেলের কাছে পৃথক পৃথক স্মারক লিপি পেশ করেন। উল্লেখ্য সাংবাদিক জাকির হোসেন হাজারী পূর্বেই বিরোধপূর্ণ রাস্তার সমাধানের জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান, পুলিশ প্রশাসন, সহকারী কমিশনার(ভূমি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে মীমাংসা না হওয়া পর্যন্ত ভবণ নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। এমনকি উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি জেলা প্রশাসককেও অবহিত করেন।