দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: ২৬ আগষ্ট শনিবার দাউদকান্দি উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। দাউদকান্দি মডেল থানায় নবাগত ওসি মোঃ মোজাম্মেল হক ও দাউদকান্দি- চান্দিনা সার্কেলের এএসপি এনায়েত কবির সোয়েব দাউদকান্দিতে যোগদানের কারনে মতবিনিময় সভাটি আহবান করা হয়। উপজেলার আইনশৃঙ্খলা বজায় রাখতে পরস্পর তথ্য আদান প্রদান বিষয়ে গুরুত্বারোপ করেন কর্মকর্তা বৃন্দ। এছাড়া সভায় উপজেলার গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত ২২ আগষ্ট ওসি মোজাম্মেল হক এবং প্রায় একমাস পূর্বে সহকারী পুলিশ সুপার দাউদকান্দিতে যোগদান করেন।