sliderস্থানীয়

দাউদকান্দিতে বাইক দুর্ঘটনায় সহোদরসহ নিহত ৩

দাউদকান্দি প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নস্থ বেকিনগর এলাকায় বাস চাপায় ৩ জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, দাউদকান্দি উপজেলার বেকিনগর গ্রামের শাহজালাল মিয়ার ছেলে মোহাম্মদ শরীফ (২৩) ও মোহাম্মদ তাপসির (১৮)। তাঁরা দুজন আপন ভাই। নিহত আরেকজন হলেন একই গ্রামের হকসাব মিয়ার ছেলে মোহাম্মদ সোহেল (২৫)। সোহেল আবার দৈনিক আলোকিত সকাল ও স্থানীয় দৈনিক সমাজ কণ্ঠ নামের একটি পত্রিকার সাংবাদিক বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির বেকিনগর এলাকায় ঢাকাগামী একটি বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিন আরোহী মারা যান। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে গৌরিপুরস্থ দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মর্মান্তিক এই দুর্ঘটনার ব্যাপারে দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক জানান, মোটরসাইকেল আরোহীদের চাপা দিয়ে ঘাতক বাসটি দ্রুত গতিতে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তিন আরোহী মারা যান।

Related Articles

Leave a Reply

Back to top button