sliderস্থানীয়

দাউদকান্দিতে ধর্মীয় অনুভূতিতে আঘাতকারীকে জেল হাজতে প্রেরণ

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের বিরবাগ গোয়ালী গ্রামে মৃত আলী আজগর সরকারের পুত্র জয়নাল সরকার(৫৫)কে পুলিশ আটক করে জেল হাজতে প্রেরণ করেছে। গতকাল শনিবার জয়নাল সরকারকে অভিযুক্ত করে একই গ্রামের কাউসার তালুকদার বাদী হয়ে থানায় একটি অভিযোগ পেশ করেন। বিষয়টি আমলে নিয়ে মামলা রুজু ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে নিশ্চিত করেন দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ মোজাম্মেল হক।

এবিষয়ে দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান বলেন, জয়নাল সরকারের বিরুদ্ধে ধর্মীয় কটুক্তি করার অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরাফাতুল আলম এবং আমি নিজে উপস্থিত হয়ে বিচারের আশ্বাস দিয়ে অসংখ্য মুসুল্লিকে শান্ত করি এবং এটি নিয়মিত মামলা হিসেবে থানা পুলিশ লিপিবদ্ধ করেছে। আইনশৃঙ্খলা
বাহিনী তড়িৎ ব্যবস্থা নেওয়ায় জনগনের ক্ষোভের হাত থেকে জয়নাল সরকার রক্ষা পেলেও সর্বোচ্চ শাস্তির দাবিতে উত্তাল হয়ে পরেছে বিটেশ্বর ইউনিয়নের জনগণ সহ পুরো উপজেলাবাসী। রোববার সরজমিন ঘুরে জনগণের মাঝে ক্ষোভ পরিলক্ষিত হয়।

এবিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির ভুইয়া বলেন, এধরণের অপরাধের কোনো রেহাই নেই। ৫ নং ওয়ার্ড মেম্বার আবুল খায়ের বলেন,জয়নাল সরকারের সর্বোচ্চ শাস্তি না হলে এলাকাবাসীকে থামানো অসম্ভব।
ওই এলাকার কৃতি সন্তান গৌরীপুর গ্রীনল্যাব হসপিটালের এমডি মোঃ তারিকুল ইসলাম তারেক বলেন, পবিত্র মাহে রমজান মাসে একজন বিধর্মীও আমাদের হাদিস শরিফের বিরুদ্ধে কটুবাক্য করার সাহস পায় না অথচ জয়নাল সরকার এমন কটুবাক্য করেছে তার শাস্তি ছাড়া উপায় নেই। দাউদকান্দি-চান্দিনা সার্কেলের সহকারী সিনিয়র পুলিশ সুপার এনায়েত কবির সোয়েব বলেছেন, আমরা জয়নাল সরকারকে আইনের আওতায় এনেছি বিচার কার্য পর্যন্ত জনগনকে ধৈর্যধারন করতে হবে।

মামলার বাদী মোঃ কাউসার তালুকদার বলেন, বিরবাগ গোয়ালী বাজারে সন্ধ্যা সাতটার পর আমরা বেশ কয়েকজন শাহ আলমের দোকানে চা খেতে যাই। এসময় জয়নাল সরকার ধুমপান করছিল, আমরা ৪/৫ জন তাকে অনুরোধ করি ধুমপান দূরে করার জন্য। এরপরই জয়নাল ধর্মীয় কটুক্তি এবং আমাদের প্রিয় নবী করিম হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে আপত্তিজনক কথা বলে। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরলে অসংখ্য মুসল্লী বিক্ষোভ মিছিল করে তাকে আটক ও শাস্তির দাবি জানায়। খবর পেয়ে উপজেলা ও থানা প্রশাসন এসে তাকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে। আমরা জয়নাল সরকারের সর্বোচ্চ শাস্তি কামনা করি।

Related Articles

Leave a Reply

Back to top button