sliderস্থানীয়

দাউদকান্দিতে ঠিকাদারের অবহেলায় শিক্ষার্থীরা ঝুকিপূর্ণ ভবনে ক্লাস করছে

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার চিনামূড়া লক্ষ্মী নারায়ন (এল এন) উচ্চ বিদ্যালয়ে সহ¯্রাধিক শিক্ষার্থী জরাজীর্ণ ঝুকিপূর্ণ ভবনে ক্লাস করছে। এখানে ২০১৮/১৯ অর্থ বছরে শিক্ষা প্রকৌশল থেকে দ্বিতীয় ও তৃতীয় তলা ভবনের জন্য বরাদ্দ দেওয়া হয়। কিন্তু ঠিকাদারকে স্কুল পরিচালনা কমিটির তাগাদা সত্বেও কাজ সমাপ্ত না করায় পুরাতন ভবনে চরম ঝুঁকিতে ক্লাস করছে শিক্ষার্থীরা। স্কুল পরিচালনা কমিটির সভাপতি মেছবাহউদ্দীন আহম্মদ ভুইয়া জানান, মাননীয় এমপি মহোদয়ের ডিও লেটারে কাজের অনুমোদন হলেও ঠিকাদারের গাফিলতি শুভনীয় নয়। ১৯৩০ সালে প্রতিষ্ঠিত স্কুলটি কুমিল্লা জেলার মধ্যে একটি অনন্য প্রতিষ্ঠান কিন্তু শিক্ষক শিক্ষার্থীদের কোনো রকম ক্ষয়ক্ষতি হলে এর দায়ভার কে নিবে? তিনি বলেন, বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি সমাধানের জন্য ব্যবস্থা নিবেন এমনটি তাঁর প্রত্যাশা। প্রধান শিক্ষক মোহাম্মদ মনির হোসেন জানান, অনিচ্ছা সত্ত্বেও ঝুকিপূর্ণ ভবনে শিক্ষকরা শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছে। ১৯৬৮ সালে তৈরি পুরনো ভবনটিতে শেখ রাসেল ডিজিটাল ল্যাব,লাইব্রেরি, বিজ্ঞানাগার, কিশোর কিশোরী ক্লাব, প্রধান শিক্ষকের অফিস ও শ্রেনীকক্ষ সবাই ঝুঁকিতে রয়েছে। নতুন সম্প্রসারিত দ্বিতীয় ও তৃতীয় তলা ভবনের সকল কাজ দ্রুত শেষ করার জন্য ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা পরিষদ চেয়ারম্যান, মাধ্যমিক শিক্ষা অফিস ও ইউপি চেয়ারম্যান বরাবর লিখিত ভাবে আবেদন করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button