sliderস্থানীয়

দাউদকান্দিতে জাতীয় শোক দিবসে সংসদ সদস্য কর্তৃক খাবার বিতরণ

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও ১৫ আগষ্ট মঙ্গলবার জাতীয় শোক দিবস উপলক্ষে সকাল থেকে দিনব্যাপি বিভিন্ন স্থানে শোক সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। কর্মসূচিতে অংশ গ্রহণ করে বক্তৃতা, মুনাজাত ও খাবার বিতরণ করেন কুমিল্লা -১ সংসদীয় আসনের সংসদ সদস্য মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সুবিদ আলী ভুঁইয়া। সকালে তিনি গোয়াল মারী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বক্তব্য রাখেন, মুনাজাতে শরীক হন এবং দুস্তদের মাঝে খাবার বিতরণ করেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ জসিম হাসান, সমন্বয়ক ছিলেন গোয়াল মারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মান্নান প্রধান ও সঞ্চালক ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মুন্সি। পরে এমপি মহোদয় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন এবং বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী সুমন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিনুল হাসান ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলমগীর ভুঞা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এরপর তিনি উপজেলা আওয়ামী লীগ ও পৌর সভার পৃথক অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।এদিকে উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী সুমন, উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে সুন্দলপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে চেয়ারম্যান আসলাম মিয়াজির তত্বাবধানে শহীদনগর, গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় প্রাঙ্গণে, ইলিয়টগঞ্জ উত্তর রায়পুর ও দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। গৌরীপুরে সমন্বয়ক ছিলেন চেয়ারম্যান মোঃ নোমান মিয়া সরকার, ইলিয়টগঞ্জ উত্তরে সমন্বয়ক ছিলেন চেয়ারম্যান লোকমান হোসেন মুন্সি, দক্ষিণে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন, সঞ্চালক ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সেলিম। অপরদিকে বাড়পাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাজহারুল ইসলাম মানিক সওদাগর পরিষদ মিলনায়তনে দোয়া অনুষ্ঠান ও খাবার বিতরণ করেন। এসময় ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও মেম্বার বৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button