দাউদকান্দিতে কাজীর দরবারে সাহিত্য সংসদের তিনঘণ্টা

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: সেই আমলের কাজীর দরবার নয়, তবে আমাদের দাউদকান্দি কাটরা পাড়ার ঐতিহ্যবাহী কাজী বাড়ীর কাজী মোস্তফা কামাল সাহেবের বাড়িতে আয়োজন করা হয় সাহিত্য প্রেমিদের মাসিক আসর।
আজ ২০ এপ্রিল ২০২৪,শনিবার দুপুরে পূর্বনির্ধারিত দূর্বাঘাস সাহিত্য সংসদ কমিটির তিনঘন্টা ব্যাপি পরিচিতি, ঈদ পুনর্মিলন সভা হিট এলার্টের মধ্যেই সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ।
বাদ যোহর কেউ দলেবলে, কেউ একা কাজী বাড়িতে পৌছা শুরু করেন। সকলকে স্বাগত জানান কমিটির উপদেষ্টা ও মাসিক সভার সভাপতি কাজী মোস্তফা কামাল।
আমন্ত্রিত মেহমানরা যেনো গরমে কষ্ট না পায় সেজন্য তাঁর আন্তরিকতার কোনোরকম কমতি ছিল না।
তিনঘন্টা সভা চলাকালীন কোনো রকম বিদ্যুৎ বিভ্রাট হয়নি তবে সভা শেষে কর্তৃপক্ষ লোডশেডিং দিলেও ধন্যবাদ বিদ্যুৎ মালিকদের।
যথাযথ আন্তরিকতা নিয়ে আমাদের মুরব্বি কাজী সাহেবের আপ্যায়ন আমাদের জন্য শিক্ষনীয় হয়ে থাকবে।
এর মধ্যে ইসলামি সঙ্গীত, বাউল সঙ্গীত,বড়দের পাশাপাশি ছোটদের কবিতা পড়া ছিল মনে দাগ কাটার মতো।
রোদ্দুর তাপে দালানের ছাদ ও বারান্দার টিনগুলো কিছুক্ষণ পর পর পানির ট্যাংকি থেকে পাইপের সাহায্যে পানি ছিটিয়ে আপ্রাণ চেষ্টা করেছেন কিছুটা শীতলতা দেওয়ার।
কিন্তু তিনঘন্টার আলোচনা আমরা টেরই পাইনি কি গরম কি ঠান্ডা।
জ্ঞানগর্ব আলোচনা করেন প্রধান অতিথি ও উপদেষ্টা, হ্যাট্রিক করা রাস্ট্রীয় স্বর্ণপদক প্রাপ্ত অধ্যাপক মতিন সৈকত।
সঞ্চালক ছিলেন কমিটির সাধারণ সম্পাদক জনপ্রিয় কবি খন্দকার আল মামুন।
মুখ্য আলোচক ছিলেন কমিটির সভাপতি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান।
অন্যান্য পর্বে অংশ নেন উপদেষ্টা মিজানুর রহমান তালুকদার, রতন চন্দ্র দেবনাথ, সাংবাদিক আব্দুর রহমান ঢালী, সাংবাদিক আলমগীর হোসেন, মোঃ ইউসুফ নাসির, আমিনুল হক,শেখ মোঃ মহসিন মাটি,মুন্সী মোমেন মাহমদ খান ও সারোয়ার আল গালীব।
দূর্বাঘাস সাহিত্য সংসদের মাধ্যমে সাহিত্য চর্চা বৃদ্ধি ও কার্যালয় এবং আঞ্চলিক কার্যালয়ে আগামী মাসিক সভা গুলো সম্পাদনের সিদ্ধান্ত নেওয়া হয়।
আমন্ত্রিত মেহমানদের বিদায় লগ্নটা ছিল আবেগঘন পরিবেশ।