sliderস্থানীয়

দাউদকান্দিতে “একঘন্টার চমৎকার অনুষ্ঠানে” ইঞ্জিনিয়ার আব্দুস সবুর এমপি

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: আজ ২১ জুন শুক্রবার বেলা বারোটা থেকে একঘন্টার চমৎকার অনুষ্ঠান হলো দাউদকান্দি গৌরীপুর বন্ধন কমিউনিটি সেন্টার মিলনায়তনে।
এখানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ আব্দুস সবুর।

শহীদ জননী জাহানারা ইমাম স্মৃতি পাঠাগারের উদ্যোগে দুটি ক্যাটাগরিতে পড়াশোনার পাশাপাশি কৃষি কাজে সহযোগিতা ও বঙ্গরত্নদের ক্রেষ্ট ও ঈদ উপহার প্রদান করা হয়।

সংগঠনের সভাপতি রোটারিয়ান মোঃ কামাল উদ্দিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,সঞ্চালক ছিলেন ডা,এনামুল হক ও আবু তাহের নয়ন।
স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম স্বপন, এছাড়া বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আহসান হাবিব চৌধুরী লিল মিয়া, সাবেক ভিপি সালাউদ্দিন রিপন, চেয়ারম্যান নোমান মিয়া সরকার, ইঞ্জিনিয়ার মোঃ সওকত আলী, সংগঠনের প্রতিষ্ঠাতা আব্দুর রাজ্জাক ও রিয়াজুদ্দিন সোহেল প্রমুখ।

পাঠাগারের গুরুত্ব এবং এর ব্যবহার নিয়ে আলোচনা, ক্রেষ্ট ও উপহার বিতরণ একঘন্টার চমৎকার অনুষ্ঠান সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
এর আগে প্রধান অতিথিকে পুষ্প ছিটিয়ে স্বাগত জানান সংগঠনের নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Back to top button