slider
দাউদকান্দিতে ইসতেস্কার নামাজে বৃষ্টির জন্য আল্লাহর কাছে মুসল্লীদের কান্না

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: আজ ২৭ এপ্রিল, শনিবার দাউদকান্দি গৌরীপুর এসএ হাইস্কুলের আজিজিয়া মাঠে আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করে ইসতেস্কার নামাজ অনুষ্ঠিত হয়।
মাওলানা মোঃ ইউনুস আহমেদ এর সঞ্চালনায় নামাজের ইমামতি করেন মাওলানা মোঃ আহসান উল্লাহ। খোলা আকাশের প্রখর রোদে মুসল্লীরা বৃষ্টি প্রার্থনা করেন।
সমবেত মুসল্লীদের জন্য গুড়া সিভিট, চিনি, লেবু ও বরফ মিশ্রিত সরবতের আয়োজন করেন মোঃ মানিক সরকার।
আগত মুসল্লী জিয়ার কান্দি নোয়া গাও এর মোহাম্মদ আব্দুল্লাহ সরকার তাঁর শিশু সন্তান নিয়ে নামাজে অংশ গ্রহণ করেন তিনি বলেন, আল্লাহ আমাদের ক্ষমার বিনিময়ে বৃষ্টি দেওয়ার জন্য মুনাজাতে বলেছি।