sliderস্থানীয়

দলের নাম ভাঙ্গিয়ে কেউ দখল, সন্ত্রাসী ও চাঁদাবাজি করলে দায় নিবেনা বিএনপি–যুবদল সভাপতি মুরাদ

ধামরাই (ঢাকা) প্রতিনিধি: বিএনপি ও অঙ্গ সংগঠনের নাম ভাঙ্গিয়ে কেউ দখল, সন্ত্রাসী ও চাঁদাবাজি করলে তার দায় নিবেনা বিএনপি। এটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কড়া নির্দেশ। ধামরাইয়েও কাউকে চাঁদাবাজি, সন্ত্রাসী ও দখলবাজি করতে দেওয়া হবে না। দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে এমন অভিযোগ পেলেই দল তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য ও দিকনির্দেশনা উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে ধামরাইয়ের কালামপুরে ভালুম আতাউর রহমান খান ডিগ্রি কলেজ মিলনায়তনে বিএনপি, যুবদল ও ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ এসব কথা বলেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এনায়েত হোসেন, সাবেক প্রচার সম্পাদক সুনীল সাহা, সাবেক ক্রীড়া সম্পাদক খলিলুর রহমান, বিএনপি নেতা ওবায়দুল্লাহ খান, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ইবাদুল হক জাহিদ, আরেক সাবেক সহ-সভাপতি খুররম চৌধুরী টুটুল,ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহম্মেদ ফারুক প্রমূখ।
সভায় ইয়াছিন ফেরদৌস মুরাদ আরও বলেন, গণহত্যাকারী স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসরদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি করেন তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button