sliderউপমহাদেশশিরোনাম

দক্ষিণ কোরিয়ায় দাবদাহে মৃতের সংখ্যা বেড়ে ২১

দক্ষিণ কোরিয়ায় দাবদাহে মৃতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। তাপমাত্রা বেড়ে যাওয়ায় অসুস্থ হয়ে চিকিৎসা নিয়েছেন প্রায় ২ হাজার ৩০০ জন।

মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

স্বরাষ্ট্র ও নিরাপত্তা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গতকাল সোমবার হাসপাতালে চিকিৎসাধীন ৫৬ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়। এর আগের দিন তাকে বাড়ির কাছে রাস্তায় পড়ে থাকতে দেখা যায়।

এ নিয়ে প্রচণ্ড গরমে ২০ মে থেকে ১১ আগস্টের মধ্যে ২১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে তাপজনিত অসুস্থতায় চিকিৎসাধীন মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৯৩ জনে, যা ২০২৩ সালের একই সময়ে ছিল ২ হাজার ১৩৯ জন।

চলমান দাবদাহে ১১ জুন থেকে ১২ আগস্ট পর্যন্ত ৬ লাখ ৫৮ হাজার হাঁস-মুরগিসহ ৭ লাখ ৩ হাজার গবাদি পশুর প্রাণহানি হয়েছে। এছাড়াও ৮ লাখ ৯৫ হাজার চাষ করা মাছ মরে গেছে।

দেশের বেশিরভাগ এলাকায় তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানানো হয়।

মঙ্গলবার সারাদেশে দিনের তাপমাত্রা ৩০ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে জানানো হয়।

সূত্র : ইউএনবি

Related Articles

Leave a Reply

Back to top button