মোঃ মাসুদ, কেরানীগঞ্জ প্রতিনিধি : ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ এপ্রিল) কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর লিঁচু মিয়া মার্কেটে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এসময় দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ীয় কমিটি সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল আউয়াল মিন্টু, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, আব্দুল আউয়াল মিন্টু এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল,তাবিথ আউয়াল, আব্দুস সালাম আজাদ, কাজী রওনাকুল ইসলাম টিপু, বেনজির আহমেদ টিটু, ঢাকা জেলা নিএনপির সভাপতি ও সাবেক সাংসদ দেওয়ান সালাউদ্দিন বাবু, সাধারন সম্পাদক খন্দকার আবু আশফাক, নাজিম উদ্দিন মাস্টার,দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের সাবেক সভাপতি মোকাররম হোসেন সাজ্জাদ,ঢাকা জেলা (দক্ষিণ) ছাত্রদলের সদস্য সচিব মোঃ পাভেল মোল্লা প্রমূখ ।