![](https://pataka24.com/wp-content/uploads/2016/09/বাদ-মার্শ-ফকনার.jpg)
ইনজুরির কারণে চলতি মাসের শেষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলা হচ্ছে না অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান শন মার্শ ও অল-রাউন্ডার জেমস ফকনারের। ক্রিকেট অস্ট্রেলিয়া বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছে।
সূত্রমতে জানা গেছে অনুশীলনে মার্শের আঙুলে চিড় ধরেছে ও ফকনার কাফ ইনজুরিতে ভুগছেন। ইতোমধ্যেই নির্বাচক প্যানেল মার্শের পরিবর্তে উসমান খাজাকে ডাকলেও ফকনারের পরিবর্তে এখনো কাউকে দলে ডাকা হয়নি। এ সম্পর্কে দলীয় ফিজিওথেরাপিস্ট ডেভিড বিকলে বলেছেন, এক্স-রে রিপোর্টে শনের আঙ্গুলে চিড় ধরা পড়েছে এবং চলতি সপ্তাহে তাকে বিশেষজ্ঞ দেখানো হবে। এ কারনেই আমরা সিদ্ধান্ত নিয়েছি আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে তার আর খেলা হচ্ছে না। এদিকে ফকনার কাফ পেশীর ইনজুরিতে ভুগছেন। সিডনিতে তার ফিটনেস পরীক্ষা অনুষ্ঠিত হবে। ধারণা করা হচ্ছে পুরোপুরি সুস্থ হতে চার সপ্তাহ সময় লাগতে পারে।
শ্রীলংকার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ানডের পরে বিশ্রামে থাকা অধিনায়ক স্টিভ স্মিথ আবারো দলে ফিরেছেন। এই সফরে ছয়টি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২৭ সেপ্টেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র ম্যাচটি রয়েছে। প্রোটিয়াদের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হবে।