slider

থানায় অভিযোগ পটিয়ায় মাদ্রাসা ও এতিমখানার গেইট ভাংচুর

পটিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া উপজেলাধীন কচুয়াই ইউনিয়নে অবস্থিত লেওয়া-ই আহমদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানার গেইট ভাংচুর করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে ২৮ শে জুন সন্ধায়।এঘটনায় মাদ্রাসা পরিচালনা কমিটির প্রতিষ্টাতা সভাপতি আবদুল আলম ফকির বাদী হয়ে পটিয়া থানায় অভিযোগ দায়ের করেছে।চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ভাইয়ার দিঘী এলাকায় সড়ক ও জনপথ বিভাগের জায়গার ৬০ ফুট দূরে অবস্থিত পঞ্চমবারের মতন এ গেইট ভাংচুর ঘটনা ঘটে। এ গেইট নির্মাণ করার জন্য চট্টগ্রাম জেলা প্রশাসকের অনুমতি ছিল। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আবদুল আলম ফকির দাবি করেন একটি সংঘবদ্ধ কুচক্রী মহল বার বার মাদ্রাসা চিহ্নত করণ গেইট ভাংচুরের ঘটনায় তিনি পুলিশ প্রশাসন ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শামসুল হক চৌধুরী এবং উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার আতিকুল মামুন এর সুদৃষ্টি কামনা করেছে। মাদ্রাসার গেইট ভাংচুর ঘটনার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার সকালে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, বহু কষ্টে ও পরিশ্রমের মাধ্যমে ১৯৮৫ সালে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারীর সহযোগিতায় আবদুল আলম ফকির এ মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠা করেন। মাদ্রাসা ও এতিমখানার লোকজনের কাছে পরিচিতির জন্য মহাসড়কের পাশে সওজ এর জায়গা বাদ দিয়ে গেইট স্থাপন করা হয়। কিন্তু অহেতুক সওজ দোহাজারী বিভাগের নির্বাহী প্রকৌশলীর নির্দেশে প্রায় ৪ দফা এ গেইট ভাংচুর করা হয়েছে। বিষয়টি বারবার নির্বাহী প্রকৌশলীকে জানানোর সত্ত্বেও তিনি কোন ব্যবস্থা নিচ্ছে না। প্রতিষ্ঠাতা আবদুল আলম ফকির বলেন প্রতিহিংসার বশীভূত হয়ে মাদ্রাসার গেইট ভাংচুর করে ধর্মপ্রাণ মুসলমানেরা উপর আঘাত হানছে। তিনি এ ব্যাপারে সওজ এর উর্ধ্বতন কর্তৃপক্ষ ও ধর্ম মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button