ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হেসে খেলে হারিয়েছে শ্রীলঙ্কা। দিয়েছিল হোয়াইটওয়াশের স্বাদ। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পরিস্থিতি বদলে গেল। পাল্লেকেলেতে বুধবার প্রথম টি-টোয়েন্টিতে ২৫ রানে জিতেছে কায়রন পোলার্ডের দল।
টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৪ উইকেটে ১৯৬ রানের স্কোর গড়ে উইন্ডিজ। জবাবে ১৯.১ ওভারে সব উইকেট হারিয়ে ১৭১ রান করতে সক্ষম হয় স্বাগতিকেরা।
ক্যারিবীয় পেসার ওশানে থমাস ৫ উইকেট নিয়ে গুঁড়িয়ে দেন প্রতিপক্ষের জয়ের স্বপ্ন। জিতে নেন ম্যাচসেরার পুরস্কার।
টস জিতে আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে উইন্ডিজ। প্রথম উইকেটে ৮.২ ওভারে ৭৪ রান করে তারা। ব্রান্ডন কিং ২৫ বলে ৩৩ রান করে আউট হন। শুরু থেকে শেষ পর্যন্ত প্রান্ত আগলে ছিলেন লেন্ডল সিমন্স। ৫১ বলে ৬৭ রানে অপরাজিত ছিলেন তিনি।
অন্য প্রান্তে ঝড় তোলেন আন্দ্রে রাসেল এবং কায়রন পোলার্ড। দুই বাউন্ডারি আর চার ছক্কায় ১৪ বলে ৩৫ রানের ইনিংস খেলেন তিনি। অধিনায়ক পোলার্ড করেন ১৫ বলে ৩৪ রান।
জবাব দিতে নেমে শ্রীলঙ্কা মাত্র ১৭ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায়। কুশল পেরেরা ৩৮ বলে ৬৬ রান করে আউট হলে লঙ্কার জেতার আশা শেষ হয়। হাসারাঙ্গা করেছেন ৪৪ রান।
উইন্ডিজের পক্ষে থমাসের ৫ উইকেট ছাড়া ২ উইকেট পেয়েছেন রভম্যান পাওয়েল।