sliderস্থানীয়

ত্যাগ এবং স্বদিচ্ছাই পারে একজন শিক্ষার্থীর জীবন গড়তে – অধ্যক্ষ আব্দুল মজিদ

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : বুধবার সকাল সাড়ে ১০টায় কুমিল্লার হোমনা উপজেলা সদর রেহানা মজিদ মহিলা কলেজে ২০২১/২২ শিক্ষা বর্ষের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আব্দুল মজিদ বলেছেন, প্রতিটি শিক্ষার্থী কঠিন অদ্যবসা তথা ত্যাগ ও স্বদিচ্ছাই ব্যক্তি জীবন, পরিবার, সমাজ এমনকি রাস্ট্রের জন্য ভালো কিছু দিতে। স্কুল জীবন শেষে কলেজ পর্যায়ে উন্নীত শিক্ষার্থীদের মেধা আহরনের মাধ্যমে বহুদূর এগিয়ে যাওয়ার পরামর্শ দেন জাতীয় শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুল মজিদ,কলেজটি এবং শিক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্যের জন্য তিনি শিক্ষক মন্ডলী অভিভাবক ও শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ জানান। কলেজ গভর্নিং বডির সভাপতি ও নবীন বরণ অনুষ্ঠানের সভাপতি এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা মজিদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রেহানা মজিদ মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ মজিবুর রহমান,বক্তব্য রাখেন বাঞ্ছারামপুর উপজেলার উজান চর কেএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন চন্দ্র সূত্র ধর, অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুল, সাবেক অভিভাবক ও হোমনা প্রেসক্লাবের সভাপতি আব্দুল হক সরকার,প্রাক্তন অভিভাবক ও হোমনা উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি মোহাম্মদ হানিফ খান, হোমনা থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ কামাল হোসেন, শিক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখেন কামরুন্নাহার জুলিয়া, তানিসা ইসলাম, নাদিয়া আক্তার প্রমুখ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক সুলতানা রাজিয়া ও তত্বাবধানে ছিলেন প্রধান হিসাব রক্ষক মোহাম্মদ রুস্তম আলী। প্রধান অতিথি সহ অন্যান্য অতিথি বৃন্দ উপস্থিত হলে রংবেরঙের বেলুন সজ্জিত তোরনের সামনে ফুল ছিটিয়ে স্বাগত জানান শিক্ষক মন্ডলী ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা। মঞ্চে আসন গ্রহনের পর অতিথি বৃন্দকে ফুলের তোরা দিয়ে অভিনন্দিত করা হয় পরে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা নবাগত শিক্ষার্থীদের রজনী গন্ধার স্টিক দিয়ে প্রত্যেককে বরন করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button