slider

ত্বকী হত্যার ১৪৫ মাস: নির্ভুল অভিযোগপত্র পেশের দাবি রাফিউর রাব্বির

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আলোচিত তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় দ্রুত অভিযোগপত্র আদালতে পেশের দাবি জানিয়েছেন তার বাবা রফিউর রাব্বি।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে আলোক প্রজ্বলন কর্মসূচিতে তিনি বলেন, “আমরা আগামী তিন মাসের মধ্যে ত্বকী হত্যার নির্দেশদাতা সহ সকল ঘাতকদের বিরুদ্ধে একটি নির্ভুল অভিযোগপত্র আদালতে পেশের দাবি জানাচ্ছি।”

এই কর্মসূচির আয়োজন করে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট, যা ত্বকী হত্যার ১৪৫ মাস পূর্তিকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল। বক্তব্য দেন শিশু সংগঠক রথীন চক্রবর্তী, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক দীপু, অ্যাডভোকেট আওলাদ হোসেন, ভবানী শংকর রায়, শীবনাথ চক্রবর্তী, তরিকুর সুজনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রসঙ্গত ২০১৩ সালের ৬ মার্চ নারায়ণগঞ্জ শহরের শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন ত্বকী। দু’দিন পর শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। বিচার দাবিতে প্রতি মাসের ৮ তারিখ আলোক প্রজ্বলনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button