sliderশিরোনামশীর্ষ সংবাদ

তৈরি হচ্ছে দেশের প্রথম ডিজিটাল সড়ক

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বনানী পর্যন্ত রাস্তাটিতে দেশের প্রথম ডিজিটাল সড়ক হিসেবে প্রতিষ্ঠিত করা হচ্ছে। চলতি বছরের জুলাই মাস থেকে সড়কটির উন্নয়নের কাজ শুরু করা হয়। পুরো কাজ শেষ হবে আগামী বছরের মার্চ মাসে।
সড়কটি ডিজিটালকরণের কাজ করছে ‘ভিনাইল ওয়ার্ল্ড’ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান। মোট ৮০ কোটি টাকার প্রকল্পের বেশির ভাগ কাজ এর মধ্যেই শেষ হয়ে গেছে। পুরো সড়কটি কেমন হবে, তার একটি নমুনা অংশ তৈরি করা হয়েছে হোটেল রেডিসন ব্লুর সামনে।
তাতে দেখা গেছে, সড়কের পাশে কৃত্রিম পাহাড় ও ঝরনা বানানো হয়েছে। লাগানো হয়েছে রঙিন বাতি। তৈরি করা হয়েছে পায়ে হাঁটার সুদৃশ্য পথ। সাইকেল আরোহীদের জন্য আলাদা লেনও সেখানে স্থাপন করা হয়েছে। এ ছাড়া পুরো এলাকায় ছেয়ে দেয়া হয়েছে ওয়াইফাই ইন্টারনেটে। নিরাপত্তা নিশ্চিত করার জন্য সেট করা হয়েছে অসংখ্য সিসিটিভি ক্যামেরাও।
জানা গেছে, রেডিসন ব্লুর সামনের অংশের মতো করেই পুরো ছয় কিলোমিটার সড়ককে গড়ে তোলা হবে। থাকবে বেশ কয়কটি যাত্রী ছাউনি। যাতে মোবাইল রিচার্জ করার সুবিধা, এটিএম বুথ, কয়েন দিয়ে খাবার কেনার সুবিধাও থাকবে। যাত্রী ছাউনিগুলোও থাকবে বিনামূল্যের ইন্টারনেটের আওতায়।
প্রকল্পের ভিতর দিয়ে যাওয়ার সময় সব গাড়ির যাত্রী স্বয়ংক্রীয়ভাবে ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত হয়ে যেতে পারবেন। এ জন্য থাকতে হবে ওয়াইফাই সুবিধা সম্বলিত ইলেকট্রিক ডিভাইস। পুরো প্রকল্পে একসঙ্গে পাঁচ হাজার ডিভাইসে ইন্টারনেট ব্যবহারের সুবিধা থাকবে।
এ ছাড়া বিভিন্ন জায়গা থাকবে এলইডি পর্দা। যাতে বিভিন্ন অনুষ্ঠান প্রচার করা হবে। খেলার সময় সেখানে খেলা দেখার সুযোগ পাবেন পথচারীরা। এ ছাড়াও গুরুত্বপূর্ণ নানা তথ্যভিত্তিক অনুষ্ঠানও চলবে সেখানে।
জানা গেছে, ডিজিটালকরণের কাজ করা ভিনাইল ওয়ার্ল্ড প্রকল্পের কাজ শেষ হওয়ার পর তা রক্ষণাবেক্ষণও করবে। বিনিময়ে তারা প্রকল্পের বিভিন্ন জায়গায় ডিজিটাল বোর্ডে তাদের বিজ্ঞাপন প্রচার করবে।

Related Articles

Leave a Reply

Back to top button