মো. চঞ্চল মাহমুদ খান,শিবালয় : মানিকগঞ্জে শিবালয় উপজেলা তেওতা ফুটবল একাডেমির আয়োজনে শনিবার ৩১ (আগষ্ট) অনুষ্ঠিত হয় (ঘরোয়া) স্বাধীনতা কাপ ফুটবল লীগ-২০২৪। এই খেলার মাধ্যমেই ঘরোয়া লীগের উদ্বোধন হয়। উদ্বোধনী খেলাতে যে দুটি দল অংশগ্রহণ করেছে সেই দুটি দল হল, মাইদুল ব্রাদার্স বনাম আলিশা স্পোর্টিং ক্লাব। মাইদুল ব্রাদার’স-১, আলিশা স্পোর্টিং ক্লাব-০। ১ গোলে বিজয়ী হয়েছে মাইদুল ব্রাদার্স।
স্বাধীন বাংলা ঘরোয়া লীগে প্রতিটি দলের সাথে প্রতিটি দলের তিনটি করে খেলা থাকবে। খেলার মূল্যায়ন করা হবে পয়েন্ট ভিত্তিক। বিদেশী খেলোয়ার খেলতে আসবে তেওতা একাডেমী মাঠ প্রাঙ্গনে।
পরবর্তী খেলাগুলোর সময় এবং তারিখ প্রতিটি খেলার শেষে খেলার মাঠ থেকে জানিয়ে দেয়া হবে। তেওতা একাডেমী ফুটবল মাঠে সবাইকে স্বাগতম জানিয়েছেন তেওতা ফুটবল একাডেমী।