তুর্কি পাইলটদের এফ-৩৫ চালানোর প্রশিক্ষণ স্থগিত করেছে আমেরিকা
আমেরিকার অ্যারিজোনায় সর্বাধুনিক এফ-৩৫ বিমান চালনায় প্রশিক্ষণরত পাইলটদের প্রশিক্ষণ বন্ধ করে দিয়েছে মার্কিন সরকার। রাশিয়া থেকে তুরস্ক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনার জন্য তুর্কি পাইলটদের বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছে ওয়াশিংটন।
পেন্টাগনের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মাইক অ্যান্ড্রু গতকাল (সোমবার) বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, তুর্কি পাইলটরা এখন আর অ্যারিজোনার বিমানঘাঁটিতে এফ-৩৫ বিমান চালানোর প্রশিক্ষণ পাচ্ছেন না। মুখপাত্র বলেন, তুরস্ক রাশিয়া থেকে এস-৪০০ কেনার চুক্তি বাতিল না করা পর্যন্ত আমেরিকা এ নীতি অনুসরণ করতে থাকবে।
তুর্কি সরকার রাশিয়া থেকে এস-৪০০ কেনার জন্য চুক্তি করার পর ওয়াশিংটনের সঙ্গে আংকারার টানাপড়েন মারাত্মক আকার ধারণ করেছে। গত ১ এপ্রিল মার্কিন সরকার ঘোষণা করে, এস-৪০০ কেনার চুক্তি বাতিল না করায় তুরস্ককে এফ-৩৫ বিমান সরবরাহ করার চুক্তি ও সংশ্লিষ্ট সমস্ত কর্মসূচি স্থগিত রাখা হবে। জবাবে তুরস্ক বলেছে, রাশিয়া থেকে তারা এস-৪০০ কেনার চুক্তি বাতিল করবে না।
পার্সটুডে