তুরস্ক-ইরান সীমান্তে শক্তিশালী ভূমিকম্প, নিহত ৮

তুরস্কে ইরান সীমান্তবর্তী এলাকায় শক্তিশালী এক ভূমিকম্পে অন্তত ৮ জন নিহত হয়েছে। আহতের সংখ্যা ২১।
টিআরটি জানায়, রবিবার দিনের শুরুতে তুরস্কের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ভানে ৫.৭ রিখটার স্কেলের ভূমিকম্পটি আঘাত হানে। এতে অনেকগুলো গ্রাম ক্ষতিগ্রস্ত হয়।
তেহরান বিশ্ববিদ্যালয়ের সিসমোলজিকাল সেন্টার অব দ্য জিওফিজিকস ইনস্টিটিউট জানায়, ভূমিকম্পটির উৎপত্তি সীমান্তবর্তী ইরানি শহর খোয়-এ। ভূকম্পনের পর অল্প সময়ের ব্যবধানে আরও সাতবার কেঁপে উঠে এলাকাটি।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সুইলু এক বিবৃতিতে জানান, ভূমিকম্পে অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্তত এক হাজার ভবন ধসে পড়েছে। এতে ভেতরে আটকে পড়েছে বহু মানুষ।
ইরানের আজারবাইজান প্রদেশ গভর্নর মোহাম্মদ মাহদি শাহরিয়ার জানান, বেশ কিছু ঘরবাড়ি আংশিকভাবে আর কিছু পুরোপুরি ধসে গেছে।
দুই দেশেই উদ্ধারকর্মীদের ক্ষতিগ্রস্ত সীমান্তবর্তী পার্বত্য এলাকায় পাঠানো হয়েছে।
গত মাসে তুরস্কের পূর্বাঞ্চলে শক্তিশালী এক ভূমিকম্পে ৪০ জনের বেশি মানুষ নিহত হয়।