sliderআন্তর্জাতিক সংবাদশিরোনাম

তুরস্কের বড় সংবাদপত্রটি এখন সরকারি নিয়ন্ত্রণে

তুরস্কে কর্তৃপক্ষ দেশটির বৃহত্তম একটি সংবাদপত্রের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। দেশটির একটি আদালত পত্রিকাটিতে সরকারি নিয়ন্ত্রণের নির্দেশ দেয়ার কয়েক ঘণ্টা পর পুলিশ সেখানে তল্লাশি চালায়।
ওদিকে পত্রিকার নিয়ন্ত্রণ গ্রহণের প্রতিবাদে সমবেত মানুষ এর সদর দপ্তরে প্রবেশের চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে।

 পত্রিকা কার্যালয়ের বাইরে সমর্থকদের ভীড়
পত্রিকা কার্যালয়ের বাইরে সমর্থকদের ভীড়

যামান নামক ওই পত্রিকাটির প্রধান সম্পাদক বলেছেন এ ঘটনাটি দেশ ও গণতন্ত্রের জন্যে একটি অন্ধকার অধ্যায় হিসেবে।
তুরস্কের এ সিদ্ধান্তের সমালোচনা করেছে যুক্তরাষ্ট্রও।
যামানকে যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রভাবশালী ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেন এর ঘনিষ্ঠ বলে মনে করা হয়।
যামান- পত্রিকার কার্যালয়
যামান- পত্রিকার কার্যালয়

Related Articles

Leave a Reply

Back to top button