sliderস্থানীয়

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২

মাহতাবুর রহমান,আমতলী : বরগুনা জেলার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের ০৯নং ওয়ার্ডের ছোনাউটা গ্রামে ২৮ মার্চ মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টার দিকে বৃষ্টি চলাকালীন ছাগল বাধার মত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে একই পরিবারের মা ও ছেলে আহত হয়েছেন। অহতরা হলেন রাজা খানের পুত্র বশির (৩৫) ও তার স্ত্রী তাসলিমা বেগম (৬৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত মামুন, রাকিব ও আহত বশির সম্পর্কে চাচাতো ভাই। অভিযুক্ত রায়হান সম্পর্কে রাকিবের শ্যালক এবং আহত তাসলিমা অভিযুক্তদের সম্পর্কে চাচী হয়। অভিযুক্ত মামুন ও রাকিবদের জমি আহত বশিরের জমির পাশাপাশি।

আহত বশির বলেন অভিযুক্ত মামুনের ছাগল আমার চাষ করা ঘাসের জমিতে প্রবেশ করলে আমি মামুনকে ছাগল বেঁধে রাখতে বলি। মামুন এই কথায় ক্ষিপ্ত হয়ে বাকবিতন্ডায় লিপ্ত হয়ে একপর্যায়ে মামুন, রাকিব ও রাকিবের শ্যালক রায়হান লাঠিসোটা নিয়ে আমাকে বেধড়ক মারধর শুরু করে। আমার মা তসলিমা বেগম গিয়ে বাধা দিলে তিনিও আহত হন।

অভিযুক্ত মামুনের সাথে কথা বললে তিনি জানান, বশিরের খেতে ছাগল গিয়েছে এটা সত্য এবং তার ভাই রাকিবও আহত হয়েছেন।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আহত বশির ও তার মা তাসলিমা বেগমকে আহত অবস্থায় পাওয়া যায়। ডিউটি ডাক্তার কাংখিতা মন্ডল তৃনা বলেন, বশির ও তার মা তাসলিমা বেগমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি

এ ব্যাপারে জানতে স্থানীয় ইউপি সদস্য হারুন খানকে মুঠোফোনে একাধিক বার কল করেও পাওয়া যায়নি।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একে এম মিজানুর রহমান বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

Leave a Reply

Back to top button