sliderস্থানীয়

তিতাসে মাদরাসায়ে মুহম্মদিয়া (সঃ) এ তৈরি হচ্ছে কোরআনের পাখি

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ কুমিল্লার তিতাস উপজেলার বাতাকান্দি মুহাম্মদ নগরে মাদরাসায়ে মুহাম্মদিয়া (সঃ) ও এতিম খানায় হেফজ বিভাগে পড়াশোনা করছে প্রায় ১শ ২০ জন শিক্ষার্থী। যারা কোরআনের পাখি হিসেবে বিশ্ব জয় করার স্বপ্ন দেখে।২০১৬ সালে মাদরাসাটি উদ্বোধন করেন আলহাজ্ব মোঃ মাইন উদ্দিন সরকার, তিনি এই স্বপ্ন জয়ী মাদরাসার প্রতিষ্ঠাতা এবং সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছরই এখান থেকে হেফজ বিভাগে পড়া শেষ করে হাফেজ হিসেবে পবিত্র ৩০ পারা কোরআন মুখস্ত করেছেন অনেকেই। মাদরাসাটি কিতাব বিভাগে উত্তির্ন করার প্রক্রিয়া চলছে, তাহলে পাগড়ি পরিহিত হাফেজগন এখানেই পড়াশোনার সুযোগ পাবে এমনটাই জানালেন মাদরাসা মুহতামিম মাওলানা মোঃ মিজানুর রহমান। তিনি জানান, সভাপতি ও প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোঃ মাইন উদ্দিন সরকার এবং পরিচালক হাজী মোঃ শামীম সরকার বটবৃক্ষের মতো প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীদের খোঁজ খবর রাখছেন। মাদরাসাটিতে এপর্যন্ত কোনো সরকারি সাহায্য সহযোগিতা পাওয়া যায়নি, সাহায্যের হাত সম্প্রসারিত করার জন্য তিনি জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সুনজর দিতে অনুরোধ করেছেন। পাঁচ জন শিক্ষক ও একজন কর্ম সহকারী রয়েছেন এই মাদরাসায়। অন্যান্য শিক্ষকবৃন্দ হলেন হাফেজ মাওলানা কাউছার আহম্মেদ, হাফেজ মাওলানা সাইদুল ইসলাম, ক্বারি মাওলানা আরিফুল ইসলাম ও মাওলানা মতিউর রহমান। হোমনা গৌরীপুর সড়কের বাতাকান্দি আমিরাবাদ পশ্চিম পার্শে মাদরাসার সাইনবোর্ড দেখে প্রায় সময় শিক্ষক শিক্ষার্থীদের খোঁজ খবর নিতে বেশ আগ্রহ ছিল, আজ সরজমিন ওই প্রতিষ্ঠানে গিয়ে পবিত্র কোরআন শেখার প্রতিযোগিতা দেখে প্রাণ জুড়িয়ে যায়। আগ্রহ আরো পরিপূর্ণ হলো হাফেজ মোঃ মারুফ, হাফেজ জিসান আহমেদ ও হাফেজ মামুনের সুললিত কন্ঠে পবিত্র কোরআন তিলাওয়াত শুনে।

Related Articles

Leave a Reply

Back to top button