
দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার তিতাসের মজিদপুর ইউনিয়নে মরহুম হৃদয় স্মরণে মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেছেন মজিদ পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম সরকার। গতকাল বিকেল ৪ টায় উপজেলার দক্ষিণ শাহপুর যুব সমাজের উদ্যাগে মরহুম হৃদয় স্মরণে মিনিবার ফুটবল টুর্নামেন্ট (শাহপুর প্রিমিয়ার লীগ) এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি মজিদপুর ইউপি চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো.জাহাঙ্গীর আলম সরকার। বিশেষ অতিথি ছিলেন শাহপুর গ্রামের কৃতিসন্তান ও গৌরীপুর অক্সফোর্ড স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম প্রমুখ । আরও উপস্থিত ছিলেন ওমান প্রবাসী আবদুল মতিন মাষ্টার, মোঃ জসিম উদ্দীন মেম্বার, ওয়ার্ড আ.লীগ নেতা আবদুল খালেক,আবুল বাশার,ওয়ার্ড সভাপতি হাশেম,আবদুল লতিফ মুন্সী,যুবলীগ নেতা শামীম আহমেদ সহ বিভিন্ন এলাকা থেকে আগত খেলা প্রেমিরা। ৬টি দল নিয়ে প্রিমিয়ার লীগ খেলা অনুষ্ঠিত হয়। খেলাটি পরিচালনা করেন মো.শাওন। শাহপুর যুব সমাজের উদ্যোগে মরহুম হৃদয় স্মরণে মিনিবার ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।