sliderস্থানীয়

তিতাসে নৌকার দুই উপজেলা চেয়ারম্যান ঈগলের পক্ষে এক মঞ্চে

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লা-১ সংসদীয় আসনে (দাউদকান্দি-তিতাস) থেকে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত, স্বতন্ত্র প্রার্থী ব্যারিষ্টার নাঈম হাসানের ঈগল পাখির পক্ষে এক মঞ্চে ভোট চাইলেন নৌকা মার্কায় বিজয়ী তিতাস উপজেলা পরিষদ চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার ও দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী সুমন। জনসভায় প্রধান অতিথি ব্যারিষ্টার নাঈম হাসান সংসদীয় আসনের সকল ভোটারের ভোট কামনা করেন। বৃহস্পতিবার বিকেলে তিতাস উপজেলার বাতাকান্দি হাইস্কুল মাঠে ঈগল পাখির সমর্থনে আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক তোফাজ্জল হোসেন ভুইঁয়া। এছাড়া বক্তব্য রাখেন তিতাস উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ আহম্মেদ ফকির, দাউদকান্দি উপজেলা ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন,জেলা পরিষদ সদস্য জেবুন নেসা। বক্তব্য রাখেন বলরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর নবী, সাতানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামসুল হক সরকার প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button