sliderস্থানীয়

তিতাসের মানিক কান্দিতে স্ত্রী দাবি , অভিযোগ মিথ্যা

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ কুমিল্লা জেলার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের মানিক কান্দি গ্রামের মৃত ধনু ভুইয়ার ছেলে কাতার প্রবাসী আঃ লতিফ ভুইয়ার বাড়িতে এসে তাঁর স্ত্রী দাবি করেন ময়মনসিংহ জেলার রসুলপুর কাঠালিয়া রাজবাড়ীর মজনু মিয়ার মেয়ে ফারজানা আক্তার লিপি (৩৫)। তিনি তার পরিবারের সদস্য সহ ওই বাড়িতে এলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। প্রশাসন সহ গণমাধ্যমকে লিপি বিয়ের কাবিন নামার কাগজপত্র প্রদর্শন করে। কাগজপত্রে দেখা যায় আড়াই লাখ টাকা কাবিন মূলে ১৩/১১/২০২০ সালে তাদের বিবাহ হয়, গাজীপুর জেলার টঙ্গী ৫৫ নং ওয়ার্ড কাজী মুজাহিদুল ইসলামের অফিসে। বিয়ের পর লিপির পিত্রালয় এলাকা থেকে বিদেশে লোক নেওয়ার নামে অনেকের কাছ থেকে নগদে, বিকাশে ও ব্যাংকের মাধ্যমে বহু টাকা নিয়ে বিদেশে চলে যায় আঃ লতিফ। টাকা প্রদানকারিরা লতিফকে না পেয়ে লিপি ও তার পিতামাতাকে টাকার জন্য চাপ দিচ্ছে। তাই নিরুপায় হয়ে তিনি গত শনিবার আঃ লতিফের তিতাসের গ্রামের বাড়ি মানিক কান্দি আসেন।
এদিকে গত সোমবার ইউনিয়নের দুলা রামপুর বাজারে স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমেদ মেরি মহোদয় এর নামে ফ্রেন্ডস ক্লাবে অভিযোগের তিব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে প্রতিবাদ জানিয়েছেন ক্লাবের কর্মকর্তারা। তারা বলেন, প্রবাসী আঃ লতিফ ভুইয়া একজন সমাজসেবক এবং এই ক্লাবের প্রতিষ্ঠাতা। তিনি কোনো অপকর্মের সাথে বা দেনাফেনায় জড়িত নন। ক্লাবের ভাবমূর্তি বিনষ্ট ও আঃ লতিফ ভুইয়াকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য ওই মহিলা বিভ্রান্তি ছড়াচ্ছে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এমন লোকজন বলেছেন, সঠিক তদন্তের মাধ্যমে তথ্য উদঘাটন করে প্রকৃত দোষীকে আইনের আওতায় আনতে হবে।

Related Articles

Leave a Reply

Back to top button