আমির হোসেন, সুনামগঞ্জ প্রতিনিধি : নতুন বছরের প্রথম দিনে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই বিতরণ করা হয়েছে।
সোমবার (১ জানুয়ারি) সকালে উপজেলার তাহিরপুর হিফজুল উলুম আলিম মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে ২০২৪ সালের নতুন বই তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল।
সময় উপস্থিত ছিলেন,তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সালমা পারভিন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান,তাহিরপুর হিফজুল উলুম আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আমিনুল ইসলাম,উপজেলা আওয়ামিলীগের দপ্তর সম্পাদক নরেন্দ্র নারায়ণ বৈশাখ, সাংবাদিক আবুল কাসেম, তাহিরপুর হিফজুল উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মহিবুর রহমান,প্রভাষক আসিকুর রহমান,সিনিয়র শিক্ষক রজব আলী প্রমুখ।
এ ছাড়াও উপজেলার তাহিরপুর সরকারী উচ্চ বিদ্যালয়, তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়, জয়নাল আবেদিন বালিকা বিদ্যালয়, বাদাঘার সরকারী প্রাথমিক বিদ্যালয়, মধ্য তাহিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও আনোয়ারপুর উচ্চ বিদ্যালয়ে নতুন বই বিতরণ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ করেন।