আমির হোসেন, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে স্কুল ভিত্তিক সংশ্লিষ্ট অংশীজনদের সাথে স্কুল নিরাপত্তা বিষয়ক এ্যাডভোকেসী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে লিড সংস্থা পাথফাইন্ডার ইন্টারন্যাশনালের সার্বিক সহযোগিতায় এফআইভিডিবি উইমেন লেড ক্লাইমেট রেজিলিয়েন্স প্রকল্পের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ। প্রকল্পের ইউনিয়ন মোবিলাইজার জিয়াউল হকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন এফআইভিডিবি উইমেন লেড ক্লাইমেট রেজিলিয়েন্স প্রকল্পের সুনামগঞ্জ জেলা সমন্বয়কারী মো. জাকির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিকাশ শাহা, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোদাচ্ছির আলম, তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ইয়াহিয়া তালুকদার, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী, উত্তর শ্রীপুর ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা আল আমিন প্রমুখ।
এছাড়াও প্রকল্পের মনিটরিং এন্ড ইভালোয়েশন অফিসার দীপংকর দে, একাউন্টস অফিসার ফখরুল ইসলাম, ইউনিয়ন মোবিলাইজার ফয়সল আহমদ সহ স্কুল দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ ও ছাত্র পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মশালায় জনতা উচ্চ বিদ্যালয় ও তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের স্কুল ভিত্তি ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা শেয়ার করা হয়। এবং সংশ্লিষ্ট ইউনিয়নের জনপ্রতিনিধিগণ স্কুলের উন্নয়নকল্পে জনতা উচ্চ বিদ্যালয়ের মাঠে মাটি ভরাট ও তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভিতরের রাস্তা পাকা করার আশ্বাস দেন। এর আগেও পরিকল্পনা অনুযায়ী অনেক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন হয়েছে।