sliderস্থানীয়

তাহিরপুরে যুব প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ

আমির হোসেন, সরাবগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যুব প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থান কর্মসূচির
আওতায় সাত দিন মেয়াদী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কোর্সে যাতায়াত ভাতা ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (০১ এপ্রিল) উপজেলা বঙ্গবন্ধু ডিজিটাল কর্নারে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল। এছাড়াও বক্তব্য রাখেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিকাশ চন্দ্র সাহা,সমবায় কর্মকর্তা আশীষ আর্চার্জ,উপজেলা আওয়ামীলীগের দপ্তর
সম্পাদক রমেন্দ্র নারায়ন বৈশাখ,যুবলীগ নেতা আবুল কাশেম,সাংবাদিক শওকত হাসান,মনিরাজ শাহ, প্রশিক্ষণার্থী সোনিয়া বেগম, মৌসুমী আক্তার প্রমুখ।

উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল বলেন, নিজেকে আত্মনির্ভরশীল হতে হবে, সবার সাথে যোগাযোগ ও কমিউনিকেশন রাখতে হবে। সরকারি সুযোগ সুবিধা ভোগ করে নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে। নিজের কর্মসংস্থান নিজেই তৈরি করতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়তে যুবক যুবকীদের ভূমিকা সবচেয়ে বেশি। ট্রেনিং থেকে তোমরা যা শিখেছো তাই কাজে লাগিয়ে একজন সফল উদ্যোক্তা হিসেবে পরিচিত লাভ করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button