sliderস্থানীয়

তাহিরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালন

আমির হোসেন, সুনামগঞ্জ প্রতিনিধ : নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় সুনামগঞ্জের তাহিরপুরে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গ সহযোগী সংগঠন, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। পরে সকাল ৮টায় উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল। সাথে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সালমা পারভিন ও থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দিন।

দিবসটি উপলক্ষে মাঠপাস ও শরীরচর্চা প্রদর্শনী শেষে সকাল ১১টায় উপজেলা পরিষদ গণমিলনায়াতনে অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখনে, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এডভোকেট রনজিত সরকার।
এতে উপজেলা নির্বাহী অফিসার সালমা পারভিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি, জেলা আওয়ামীলীগ উপদেষ্টা আব্দুস সোবহান আখুঞ্জি, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, সিনিয়র সহ সভাপতি আলী মর্তুজা, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা, সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন, জামাল উদ্দিন প্রমুখ।

Related Articles

Leave a Reply

Back to top button