
মোঃ আমির হোসেন, সুনামগঞ্জ প্রতিনিধি : তাহিরপুরে মাধ্যমিক স্থরের ২৬টি শিক্ষা প্রতিষ্টানের পরিচালনা কমিটি ও পিটিএ কমিটির সভাপতি, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকদের অংশ গ্রহণে সেমিনার অনুষ্টিত হয়। সোমবার দিনব্যাপী সেকেন্ডারী এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম এসইডিপি এর অর্থিক সহায়তায় উপজেলা গণমিলনায়তন কেন্দ্রে অনুষ্টিত সেমিনারে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন রতন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউএনও সুপ্রভাত চাকমা, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, নারী ভাইস চেয়ারম্যান খালেদা বেগম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, তাহিরপুর হিফজুল উলুম মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আমিনুল ইসলাম, বালিজুরি এইচএউলুম আলিম মাদ্রাসা সভাপতি আতাউর রহমান, তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি বোরহান উদ্দিন, আইডিয়াল মিশন একাডেমির সভাপতি কামরুল ইসলাম, তাহিরপুর হিফজুল উলুম মাদ্রাসা অধ্যক্ষ মুহিব্বুর রহমান, বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শফিকুল ইসলাম প্রমূখ।