sliderস্থানীয়

তাহিরপুরে বালুবোঝাই ট্রলার আটকে অর্ধলাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ তাহিরপুর বালুবোঝাই ট্রলার আটকে রেখে অর্ধলাখ টাকা আদায় বালুবোঝাই ট্রলার আটকে রেখে অর্ধলাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে সাইফুল নামে একজনের বিরুদ্ধে। রোববার ভোররাতে তাহিরপুরের কলাগাঁও নদীতে এ ঘটনা ঘটে।সোমবার বিকালে উপজেলার বানিয়াগাঁও গ্রামের ভুক্তভোগী মাফিক মিয়া বলেন, পাহাড়ি ঢলে বসতবাড়ির আশপাশ ভেঙে মাটি হাওড়ে বিলীন হয়ে যাওয়ায় অন্যদের মতো বসতবাড়ি ভরাটের বালু আনতে রোববার রাতে কলাগাঁও নদীতে ট্রলার নিয়ে যাই আমিসহ একাধিক ব্যক্তি। সেখানে বালুবোঝাই ৬টি ট্রলার আটকে রেখে নিজেকে বিজিবির কথিত সোর্স দাবি করে সাইফুল ৫০ হাজার টাকা চাঁদা আদায় করেন। পরে বালুবোঝাই ট্রলারগুলো ভোররাতে ছাড়িয়ে নিয়ে বাড়ি ফেরত আসি।

উপজেলার বানিয়াগাঁও গ্রামের বাসিন্দা শাহাব উদ্দিনও একই অভিযোগ করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে বিজিবির সোর্স দাবি করা উপজেলার কলাগাঁও গ্রামের বাসিন্দা সাইফুল প্রথমে বলেন, খরচের জন্য ৩-৪ হাজার টাকা দিয়েছিল। এরপর প্রমাণ রয়েছে বলে জানানোর পর দ্বিতীয় দফায় ৩৮ হাজার টাকা ট্রলার মালিকদের কাছ থেকে নেওয়া হয়েছে বলে তিনি স্বীকার করেন।

সোমবার বিকালে ২৮ বিজিবির তাহিরপুরের চারাগাঁও বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার শফিকুল ইসলাম জানান, ঘটনার বিষয়ে সত্যতা পাওয়া গেলে ট্রলার মালিকদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে।

২৮ বিজিবির সুনামগঞ্জের অধিনায়ক লে. কর্নেল এসএম মাহমুদ হাসান বলেন, খোঁজ নিয়ে দেখি। ঘটনার সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Back to top button