sliderআন্তর্জাতিক সংবাদ

তারে ঝুলে থাকা গাড়িটি কার?

মাথার উপরে তারের সাথে ঝুলে আছে নীল রঙের একটি প্রাইভেট কার। পথচারীরা উৎসুক দৃষ্টিতে দেখছে, সবার চোখেই জিজ্ঞাসা; কিন্তু জবাব পাচ্ছে না কেউ। খবর পেয়ে ছুটে এলো পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মীরা। তারাও ঘটনার কোন হদিস দিতে পারলো না। আজব এই ঘটনাটি আলোড়ন তুলেছে কানাডার টেরেন্টো নগরীতে।
গত বুধবার দিনের ব্যস্ত সময়ে হঠাৎ করেই একটি ব্রিজের নিচে বিদ্যুতের তারের সাথে ঝুলতে দেখা যায় গাড়িটি। শুরুতে পুলিশ জানায়, একটি সিনেমার শুটিংয়ের জন্য গাড়িটি ঝোলানো হয়েছে তারের সাথে; কিন্তু পরবর্তীতে তারা সেই বক্তব্য থেকে সরে আসে। জানা যায়, ওই এলাকায় কোন শুটিং হতে দেখেনি কেউ। রহস্যময় গাড়িটি নিয়ে শুরু হয় জল্পনা-কল্পনা। বিষয়টি আলোড়ন তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
পুলিশ জানিয়েছে, নীল রঙা সেডান গাড়িটিতে কোন নম্বর প্লেট নেই, জানালার কাচ কয়েক জায়গায় ভাঙা। টরেন্টোর মেয়র জন টরি সাংবাদিকদের বলেছেন, ‘গাড়িটি কিভাবে তাদের সাথে ঝুলে আছে তা ভেবে পাচ্ছি না।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ বলছেন, গোপন ক্যামেরায় সিনেমার দৃশ্যধারণ করা হচ্ছে, তাই গাড়িটি তারে ঝুলিয়ে দেয়া হয়েছে। শুটিং শেষে তারা গাড়িটি না নামিয়েই চলে গেছে। আবার কেউ কেউ এলিয়েন বা ভিনগ্রহীদের কাজ বলেও দাবি করছেন, কেউ বলছেন, প্রাঙ্ক বা নিঝক মজা করার জন্য কোন দুষ্টু ছেলের কাজ এটি।
দিনের শেষভাগে গাড়িটি নিরাপদে নিচে নামিয়েছে পুলিশ। গাড়ির ভেতর মালিকানা সংক্রান্ত কোন কাগজপত্র পাওয়া যায়নি। তাই আপতত বিষয়টি রহস্যাবৃতই থেকে যাচ্ছে।
টরেন্টোর পুলিশ জানিয়েছে, তারা বিষয়টি নিয়ে তদন্ত করবে। দ্য গার্ডিয়ান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button