sliderস্থানীয়

তারেক রহমানের খালাসে কটিয়াদী পৌর বিএনপি’র আনন্দ মিছিল

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলা থেকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সকল আসামি খালাস পাওয়ায় কটিয়াদী পৌর বিএনপির উদ্যোগে আনন্দ মিছিল করা হয়।

২ ডিসেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় কটিয়াদী পৌর বিএনপি উদ্যোগে এক আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি কটিয়াদী বাসস্ট্যান্ডে পৌর বিএনপির কার্যালয়ের সম্মুখ থেকে শুরু হয়ে কটিয়াদী পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার পৌর বিএনপির কার্যালয়ের সম্মুখে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন ও সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজলের নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন, পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক শাজাহান শিরাজি, মীর মোশারফ হোসেন মাসুদ,সাংগঠনিক সম্পাদক ফারুখ মিয়া ও জাহাঙ্গীর আলম রতন, উপজেলা যুবদলের আব্বায়ক মাহাবুল আলম মাসুদ, আচমিতা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম রুবেল, কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি মুশফিকুর রহমান ওবায়দুর, কটিয়াদী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তসরিফুল হাচিব সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।

Related Articles

Leave a Reply

Back to top button