sliderরাজনীতি

তারকাদের নিয়ে আওয়ামী লীগের নির্বাচনী নৈশভোজ

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রচারণায় অংশ নিবেন শোবিজের উল্লেখযোগ্য সংখ্যক তারকা। আওয়ামী লীগের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিয়ে দলের সাধারণ সম্পাদক ওবাদুল কাদেরকে সেই প্রতিশ্রুতি দিয়ে গেলেন ছোট ও বড় পর্দার তারকারা।
শনিবার রাতে রাজধানীর ওয়েস্টিন হোটেলে শোবিজ সেলিব্রিটিদের সম্মানে এক নৈশভোজ আয়োজন করে আওয়ামী লীগ। অনুষ্ঠানে যোগ দেন উপস্থিত ছিলেন প্রবীণ অভিনেতা-অভিনেত্রী ছাড়াও বর্তমান সময়ের জনপ্রিয় তারকারা।
সন্ধ্যার পর থেকেই তারকাদের আগমনে মুখরিত হয়ে ওঠে ওয়েস্টিন হোটেল লবি। তারকামেলায় ছিলেন-নায়ক ফারুক, আলমগীর, রিয়াজ, ফেরদৌস, ফজলুর রহমান বাবু, হাসান মাসুদ, গায়ক এসডি রুবেল, অভিনেত্রী সুবর্ণা মোস্তফা, আফরোজা বানু, রোকেয়া প্রাচী, মুনিরা মেমিসহ চলচ্চিত্র ও টিভি শিল্পীরা।
অনুষ্ঠানে ওবায়দুল কাদের ঘুরে ঘুরে সবার সঙ্গে কথা বলেন। এসময় তার সঙ্গে ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।
পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংবাদিকদের বলেন, মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনা যারা ধারণ করে সাংস্কৃতিক অঙ্গনের এমন ব্যক্তিদের নিয়েই আজকের গেট টুগেদার। অভিনয় শিল্পী, চিত্র শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী এমন ব্যক্তিদের নিয়ে এখানে মতবিনিময় হবে।

Related Articles

Leave a Reply

Back to top button