
স্পোর্টস ডেস্ক: মুশফিকুর রহিম ও লিটন দাসের ফিফটিতে চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনটাও স্বস্তিতে পার করে দিল বাংলাদেশ। প্রথম ইনিংসে ৩ উইকেটে ৩১৮ রান করেছে বাংলাদেশ।
স্বাগতিকেরা পিছিয়ে আছে আরও ৭৯ রানে। মুশফিক ৫৩ এবং উইকেটরক্ষক লিটন ৫৪ রানে অপরাজিত আছেন।
দুজনে ২১১ বলে করেছেন ৯৮ রানের জুটি।
তৃতীয় দিন পুরোটায় আধিপত্য দেখিয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানরা। তার মধ্যে চার ব্যাটার পেয়েছেন পঞ্চাশোর্ধ্ব রান। তামিম ইকবালের সেঞ্চুরির পর ফিফটি পান আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়। সারাদিনে শ্রীলঙ্কা পেয়েছে মাত্র তিন উইকেট। তিনটিই দ্বিতীয় সেশনে।
অ্যাঞ্জেলো ম্যাথিউসের ১৯৯ সুবাদে চট্টগ্রাম টেস্টে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে করে ৩৯৭ রান। আগেরদিন তৃতীয় সেশনে প্রথম ইনিংস শুরু করে বাংলাদেশ ১৯ ওভারে বিনা উইকেটে ৭৬ রান করে দিন পার করেছিল।