‘ধূমকেতু’, ভোলা তো যায় না তারে, খ্যাত চিত্রনায়িকা তানহা তাসনিয়া ইসলাম নিজের জন্মদিনের অনুষ্ঠানের বাজেটের টাকা এবার বিতরণ করেন করোনাগ্রস্ত মানুষদের মাঝে। তিনি মাস্ক, সাবান, চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস নিম্ন আয়ের মানুষদের মাঝে বিতরণ করেন। ২৬ মার্চ বিকেলে তিনি রাস্তায় ঘুরে ঘুরে নিত্য প্রয়োজনীয় সামগ্রী দুস্থ মানুষদের মাঝে বিতরণ করেন।
তানহা বলেন, ‘প্রতিবার তো বেশ ঘটা করে জন্মদিন পালন করি। এবার ভাবলাম ঘটা করে জন্মদিন পালন না করে এই টাকাটা গরিবদের মাঝে বিতরণ করব। সেই লক্ষ্যেই করোনার এই সময়ে দুস্থদের জন্য নিত্য প্রয়োজনীয় কিছু সামগ্রী বিতরণ করেছি।’
তানহা আরও বলেন, ‘ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বড় বড় কথা না বলে সবার উচিত সাধ্যমতো সবার পাশে দাঁড়ানো। আমার সাধ্যমতো যা পেরেছি আমি তা দিয়েছি। আমরা যারা একটু সচ্ছল আছি তাদের সবার উচিত দেশের এই খারাপ সময় নিজেদের জায়গা থেকে এগিয়ে আসা।’