sliderস্থানীয়

তাদেরকে আর ছাড় দেওয়া হবে না – এড.কামরুল ইসলাম

মোঃ মাসুদ, কেরানীগঞ্জ প্রতিনিধি : বর্তমান সরকার কোনো প্রশ্নবিদ্ধ নির্বাচন করতে চায় না । নির্বাচন হবে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ, জনগণকে একটি গ্রহণ নির্বাচন উপহার দিতে সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক খাদ্য মন্ত্রী ও ঢাকা-২ আসনের বর্তমান এমপি,বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

শুক্রবার (২২ ডিসেম্বর) বিকাল ৩ টায় কেরানীগঞ্জ থানার থানাধীন কালিন্দী ইউনিয়নের চড়াইল খেলার মাঠে আয়োজিত কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, আমি বিশ্বাস করি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন যে ভূমিকা রাখছে, তাতে আগুন সন্ত্রাসীদের দমন করা সম্ভব হবে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসতে পারে আইনশৃঙ্খলা বাহিনী সেই পদক্ষেপ নেবেন।

এসময় তিনি আরো বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি,এ দিন আওয়ামী লীগ ভোট উৎসব করতে চায়,যারা অন্ধকারে বসে অবরোধ-অসহযোগ আন্দোলনের ঘোষণা দেয় তাদেরকে আর ছাড় দেওয়া হবে না,কোন দল এল,কোন দল নির্বাচনে এল না তা দেখার বিষয় নয় জানিয়ে আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য বলেন, নির্বাচন অংশগ্রহণমূলক হওয়াই হল মুখ্য বিষয়,এসময় তিনি আসন্ন নির্বাচনে সতর্ক থাকার পাশাপাশি স্বাধীনতা বিরোধীদের সকল অশুভ শক্তিকে বিতাড়িত করতে নেতাকর্মীদের আহ্বান জানান।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন মোস্তান এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব, প্রবীণ আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা শেখ শাহাবুদ্দিন শাহা,কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সহ সভাপতি শফিউল আজম খান বারকু, ঢাকা জেলা পরিষদের সদস্য শিলারা ইসলাম,থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও থানা আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ মনির হোসেন মনির,ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়ামিন ও কেরানীগঞ্জ মডেল থানা শ্রমিক লীগের আহবায়ক মোঃ জিলহজ সহ অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন ।

Related Articles

Leave a Reply

Back to top button