sliderউপমহাদেশশিরোনাম

তাজমহল না থাকলে বিশ্বকে শুধু গরু আর গোবর দেখাত ভারত!

তাজমহল বা লাল কেল্লা না থাকলে বিশ্বকে শুধু গরু আর গোবর দেখাত ভারত। এমন মন্তব্য করেছে ভারতীয় এক বালক।
বিহারে কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার (সিপিআই) অনুষ্ঠানে মঞ্চ থেকে ওই বালক আজাদি স্লোগানও দেয়। সেখানে সিপিআই নেতা কানহাইয়া কুমার উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ওই বালকের বক্তব্যসহ ভিডিওটি ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, ওই ছেলে আজাদি স্লোগান দিচ্ছে। শুধু তাই নয়, তার নরেন্দ্র মোদিবিরোধী স্লোগানেও মুখরিত হয় মঞ্চ।
৬৮ সেকেন্ডের সেই বক্তব্যে ভারতের সরকারকে প্রশ্ন করে ওই বালক বলে, “তাজমহল বা রেড ফোর্ট না থাকলে গোটা পৃথিবীকে কি গরু আর গোবর দেখাতেন?”
১১ বছরের ওই ছেলে এ বক্তব্য রাখার পরই আজাদি স্লোগান তুলতে দেখা যায় তাকে। পাশাপাশি, ‘নরেন্দ্র মোদি মুর্দাবাদ’ স্লোগানে মুখরিত করে সে।
প্রতিবেদন মতে, সিপিআই পরিচালিত ‘সংবিধান বাঁচাও’ সভাটি হয়েছে বিহারের রাজধানী শহর পাটনায়। সভা শেষে উপস্থিত নেতা কানহাইয়া কুমার ১১ বছরের ছেলেটির সাহসকে কুর্নিশ জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button