sliderআন্তর্জাতিক সংবাদশিরোনাম

তরুণেরা নতুন করে করোনা ছড়াচ্ছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ইউরোপে নতুন করে করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ার পেছনে তরুণ-যুবকদের ভূমিকা থাকতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
সংস্থাটির ইউরোপ অঞ্চলের পরিচালক ড. হ্যান্স ক্লুগ বলেনন, তরুণ-যুবকদের মধ্যে সংক্রমণ বাড়ছে এবং ইউরোপে হঠাৎ করে সংক্রমণ বাড়ার কারণ হয়তো সেটাই।
ডা. ক্লুগ বিবিসিকে বলেন, ইউরোপের সরকারগুলোর উচিত এখনই তরুণ জনগোষ্ঠীকে সঠিক বার্তা দিয়ে সতর্ক করা।
তিনি আরও বলেন, একের পর এক দেশের কোনো কোনো অঞ্চলে নতুন করে সংক্রমণ বাড়ছে। আমরা বুঝতে পারছি এটি হচ্ছে মানুষের আচরণে পরিবর্তনের কারণে।
এই স্বাস্থ্য বিশেষজ্ঞের ভাষ্য, কয়েকটি দেশের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে কম-বয়সীরা অধিক মাত্রায় সংক্রমিত হচ্ছে। সুতরাং তাদেরকে কীভাবে সাবাধান করা যায় তা নিয়ে বিশেষ ভাবনা-চিন্তার প্রয়োজন।
দুই মেয়ের বাবা হিসাবে ডা. ক্লুগ নিজে বুঝতে পারছেন যে, তরুণরা এই গ্রীষ্মকাল ঘরে বসে কাটিয়ে দিতে চাইছে না।
ইউরোপের দেশগুলোতে সব কিছু সীমিত আকারে চালু হওয়ার পর মানুষ সামাজিক দূরত্ব মানছেন না। সমুদ্র সৈকতগুলোতে অনেক মানুষের ভীড় দেখা গেছে।
তিনি বলেন, কিন্তু তাদের যেমন নিজেদের ব্যাপারে দায়িত্ব রয়েছে, তেমনি তাদের বাবা-মা, দাদা-দাদী এবং পুরো সমাজের প্রতি দায়িত্ব রয়েছে।
এই ডব্লিউএইচও কর্মকর্তার পরামর্শ, কীভাবে সাবধান থাকতে হয় সেই জ্ঞান এখন আমাদের রয়েছে সুতরাং প্রতিটি মানুষকে তা কাজে লাগাতে হবে।

Related Articles

Leave a Reply

Back to top button