sliderস্থানীয়

তফসিলকে স্বাগত জানিয়ে বোয়ালমারীতে আনন্দ মিছিল

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে তফসিল ঘোষণার পরপরই বুধবার রাতে আনন্দ মিছিল হয়েছে ফরিদপুরের বোয়ালমারীতে। বোয়ালমারী পৌরসদরসহ উপজেলার বিভিন্নস্থানে আনন্দ মিছিল বের করে আওয়ামী লীগ এবং ছাত্রলীগসহ অঙ্গ সংগঠন।

বুধবার সন্ধ্যা ৭টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জাতির উদ্দেশে দেওয়া ভাষণ শেষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

আর তফসিল ঘোষণার পরপরই আনন্দ মিছিল বের করেন বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এদিকে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানানোর উদ্দেশ্যে বুধবার বিকেল থেকে পৌরসদরের ডাকবাংলো চত্বরে জড়ো হয় বোয়ালমারী উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা এবং প্রধান সড়কের উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুলের নিজস্ব কার্যালয়ে জড়ো হয় উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, ও শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা।

তবে পৌর বাজারসহ বিভিন্ন স্থানে পুলিশকে মোটরসাইকেল শোডাউন করে টহল জোরদার করতে দেখা গেছে।

আনন্দ মিছিলের নেতৃত্বে ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, পৌর আওয়ামী আহ্বায়ক ও পৌর মেয়র সেলিম রেজা লিপন মিয়া, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. জালাল উদ্দিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবুল খায়ের, সদস্য আলীম মোল্যা, মাসুদুর রহমান, নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আইয়ুব আলী, ছাত্রলীগের সভাপতি সৈয়দ মৌতুজা আলী তমাল, ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকী, পৌর ছাত্রলীগের সভাপতি আমিনুর রহমান ফাহিম ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মিদুলসহ আরো অনেকেই।

Related Articles

Leave a Reply

Back to top button