তজুমদ্দিন প্রতিনিধি: তজুমদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল গফুর এর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা সেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা। এসময় তজুমদ্দিন টু কুঞ্জেরহাট সড়কে টায়ারে আগুন লাগিয়ে কয়েক ঘন্টা যান চলাচল বন্ধ রাখা হয়। শুক্রবার সকালে তজুমদ্দিন উপজেলার মুচি বাড়ি কোনা এলাকায় সহ বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল রাস্তা অবরোধ করেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীসহ সাধারণ জনগণ। পরে নৌবাহিনীর টিম এসে সড়ক অবরোধকারীদের সরিয়ে দিয়ে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনেন।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান পাটোয়ারী বলেন বৃহস্পতিবার সন্ধ্যায় সদস্য সচিব মোঃ আঃ গফুর এর উপর অতর্কিত হামলায় গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে প্রথমে তজুমদ্দিন হাসপাতালে পরে ভোলা সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এ ঘটনার প্রতিবাদ জানান স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা।
তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ বলেন, পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা মিলে অবরোধ কারীদের সরিয়ে দিয়েছে এবং থানায় লিখিতভাবে অভিযোগ দিতে বলা হয়েছে।