তজুমদ্দিন ভোলা)প্রতিনিধি: তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নে সুপারি পারাকে কেন্দ্র করে বাঁধা দিতে গেলে প্রতি পক্ষের হামলায় ৪ জন আহত হয়েছে। গত কাল বিকাল ৪ টায় চাঁদপুর ১নং ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে।
আহত ৪ জনের মধ্যে চাঁদপুর সিনিয়র মাদ্রাসার প্রভাষক রিয়াজ (৩২) গুরুতর হওয়ায় তজুমদ্দিন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করে, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।
তার পরিবার অভিযোগ করে বলেন, সুপারি বাগানে প্রতিপক্ষ কাশেম ডাক্তারের সাথে দীর্ঘ দিন যাবত বিরোধ চলছে।ওই বিরোধী বাগান হতে প্রতিপক্ষ গ্রুপ সুপারি পারতে গেলে রিয়াজ বাধা দেয়। এরপর তার দলবল নিয়ে রিয়াজের উপরে হামলা চালায় তারা।
এ সময় রিয়াজের ভাই শামিম ও তার চাচাসহ ৩ থেকে ৪ জন ছাড়াইতে চাইলে তাদেরকেও পিটিয়ে আহত করে।
চিৎকারের শব্দ শুনে স্থানীয়রা এসে তাদের দ্রুত তজুমদ্দিন সরকারি হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে ভর্তি করে।
তজুমদ্দিন থানার ওসি আনোয়ারুল হক কে বিষয়টি জানানো হলে তিনি বলেন ভিকটিমের পরিবারের পক্ষ থেকে মামলা করলে পুলিশ সঠিক তদন্ত করে অপরাধী কে আইনের আওতায় নিয়ে আসবেন।
হামলাকারীদের হোসেন কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন রিয়াজগং বহু বছর ধরে আমাদের জমি দখল করে রেখেছে।আমরাও হতাহতের স্বীকার হয়েছি।