sliderজাতীয়শিরোনাম

ঢামেকের করোনা ইউনিটে একদিনে আরো ২৫ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বিশেষ করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে এই ইউনিটে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫৩ জনে।
রোববার (২৮ জুন) রাতে সাংবাদিকদের তথ্য নিশ্চিত করেন ঢামেক হাসপাতালের মর্গ অফিসের ওয়ার্ড মাস্টার আব্দুল গফুর।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় এখানে আরও ২৫ জন মারা গেছেন। তাদের মধ্যে করোনা ভাইরাস পজিটিভ হয়ে মারা গেছেন ৭ জন পুরুষ এবং অন্যরা করোনার উপসর্গ নিয়ে মারা যান।
আর ২ মে থেকে শুরু করার গত ৫৬ দিনে এই ইউনিটে ৮৫৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২০৬ জন করোনা আক্রান্ত হয়ে মারা যান। বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন।
যারা করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন তাদের লাশ তাদের আত্মীয়-স্বজনের কাছে পর্যায়ক্রমে হস্তান্তর করা হয়েছে। আর করোনা পজিটিভ হয়ে যারা মারা গেছেন তাদের লাশ করোনা বিধিমোতাবেক তাদের আত্মীয়-স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে বলেও তিনি জানান।

Related Articles

Leave a Reply

Back to top button