sliderশিক্ষা

ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন : নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান সোমবার সন্ধ্যায় ঢাবির সিনেট ভবনের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ফোরে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত এক যৌথসভায় বিদায়ী কমিটি নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে।
বিদায়ী সভাপতি রকীবউদ্দীন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এবং বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (প্রশাসন) ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পৃষ্ঠপোষক অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (শিা) ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পৃষ্ঠপোষক অধ্যাপক ড. নাসরীন আহমাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পৃষ্ঠপোষক অধ্যাপক ড. কামাল উদ্দীন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী কমিটির সভাপতি রকীবউদ্দীন আহমেদ, মহাসচিব দেওয়ান রাশিদুল হাসান, নবনির্বাচিত কমিটির সভাপতি এ কে আজাদ, সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাওছার ও মহাসচিব রঞ্জন কর্মকারসহ প্রমুখ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক নবনির্বাচিত কমিটিকে স্বাগত এবং ধন্যবাদ জানান। তিনি নবনির্বাচিত কমিটিকে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ড যাতে আরো বেগবান হয় সে দিকে ল্য রেখে কাজ করার আহ্বান জানান। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কর্মকাণ্ডে অবদান রাখার জন্য তিনি বিদায়ী কমিটির সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
নবনির্বাচিত সভাপতি এ কে আজাদ, এই পদে তাকে নির্বাচিত করায় তিনি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সব সদস্যকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানান। তিনি সবার সহযোগিতায় এই অ্যাসোসিয়েশনকে আরো শক্তিশালী এবং কার্যকর সংগঠনে পরিণত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বিদায়ী কমিটির কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং তাদের উন্নয়নমূলক কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবার সহযোগিতা কামনা করেন। তিনি আরো বলেন, এই বিশ্ববিদ্যালয়কে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ শিাপ্রতিষ্ঠানে উপনীত করার জন্য ঢাবি কর্তৃপ এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশন যৌথভাবে কাজ করে যাবে। তাছাড়া এ কে আজাদ বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে বিরাজমান আবাসিক সঙ্কট নিরসনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিদায়ী কমিটির সদস্যরা নবনির্বাচিত কমিটির সভাপতি ও মহাসচিবসহ সব সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেন। সেই সাথে নবনির্বাচিত সভাপতি ও মহাসচিব অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। খবর বিজ্ঞপ্তির।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button